ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় নৌকার প্রার্থীকে মহাজোটের সমর্থন

প্রকাশিত: ০৭:২৮, ৭ ডিসেম্বর ২০১৫

গাইবান্ধায় নৌকার প্রার্থীকে মহাজোটের সমর্থন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৬ ডিসেম্বর ॥ আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রবিবার মহাজোটের সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহাজোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল, জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, ন্যাপ সভাপতি লুৎফর রহমান রঞ্জু, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, কৃষক লীগ সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, আ’লীগ নেতা রেজাউল করিম রেজা, মোজাম্মেল হক ম-ল, শহিদুল ইসলাম আবু, সাইফুল আলম সাকা, মেয়র প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ওমর ফারুক রুবেল, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, আমিনুজ্জামান রিংকু, জাতীয় পার্টি নেতা মাহমুদুর রহমান মুকুল, জাহেদুল ইসলাম ঝন্টু, শাহজাহান খান আবু প্রমুখ। ঈশ্বরদীতে দলের প্রার্থীর বিরুদ্ধে পৌর বিএনপির সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ শনিবার রাতে স্থানীয় প্রেসক্লাবে পৌর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মকলেছুর রহমান বাবলুর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিশেষ বর্ধিতসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক আঃ রাজ্জাক ফিরোজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ঈশ্বরদী পৌর বিএনপির একাংশের বিশেষ বর্ধিতসভা করতে দেয়নি পুলিশ। শহরের পশ্চিমটেংরি বাবুপাড়ার খায়রুজ্জামান বাবু ঈদগাহ মাঠে পূর্বঘোষিত বর্ধিতসভার জন্য বানানো মঞ্চ ভেঙ্গে ও চেয়ার-টেবিল পুলিশ সরিয়ে দিলে সভাটি ভ-ুল হয়ে যায়। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের এজেন্টরা বাবলুকে মনোনয়ন দিয়েছে।
×