ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও নাগরিকতা

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:৩০, ৭ ডিসেম্বর ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

পূর্ব প্রকাশের পর মি. রহিম বিশিষ্ট শিল্পপতি। গত বছর নিয়মিত কর প্রদানের জন্য তিনি সর্বোচ্চ পুরস্কার লাভ করেন। তার পরিচিত অনেক শিল্পপতি কর দেওয়ার ব্যাপারে ততটা উৎসাহী নন। ৭। মি. রহিমের মধ্যে উপস্থিত রয়েছে- র) আত্মসংযম রর) বিবেক ররর) বুদ্ধি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৮। কর প্রদানে যারা অনীহা প্রকাশ করেন তারা কীভাবে সুনাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পারেন- ক) শিক্ষা গ্রহণের মাধ্যমে খ) অর্থ গ্রহণের মাধ্যমে গ) রাজনৈতিক চাপে ঘ) মন্ত্রী হওয়ার মাধ্যমে ৯। ‘রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখ-ের একটি জনসমষ্টি’- কে বলেছেন? ক) এরিস্টটল খ) অধ্যাপক গার্নার গ) গ্যাটেল ঘ) উড্রো উইলসন ১০। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? ক) রাজনৈতিক খ) সামাজিক গ) অর্থনৈতিক ঘ) সাংস্কৃতিক ১১। কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ নয়? ক) শিক্ষা বিস্তার খ) জনস্বাস্থ্য রক্ষা গ) প্রতিরক্ষা বাহিনী ঘ) শ্রমিক কল্যাণ ১২। সার্বভৌমত্বের দিকগুলো কী কী? র) অভ্যন্তরীণ র) বাহ্যিক ক্ষমতা র) কেন্দ্রীয় বিষয় নিচের কোনটি সঠিক? ক) ও খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩। কোনগুলো রাষ্ট্রের জনমত গঠনের বাহন? র) টেলিভিশন র) রেডিও র) সংবাদপত্র নিচের কোনটি সঠিক? ক) ও খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪। ধনীতন্ত্রের স্বাভাবিক রূপ কোনটি? ক) পলিটি খ) রাজতন্ত্র গ) একনায়কতন্ত্র ঘ) অভিজাততন্ত্র ১৫। অনেক রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রকে অযোগ্যের শাসন বলেছেন কেন? ক) জনগণ শিক্ষিত খ) জনগণ ঠিকমত ভোট দেয় না গ) প্রত্যক্ষভাবে শাসন কাজ পরিচালিক নয় ঘ) অশিক্ষা ও অজ্ঞতার কারণে জনগণ যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে না। ১৬। গণতন্ত্রের ফলে শাসন ব্যবস্থায়Ñ ক) জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেখ) অন্যের অধিকার সংরক্ষণ করে থাকে গ) রাজনৈতিক চেতনার সৃষ্টি হয় ঘ) স্থিতিশীলতা বজায় থাকে ১৭। একনায়ক কে? র) মুসোলিনী র) হিটলার র) ফ্রাংকো নিচের কোনটি সঠিক? ক) ও খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৮। স্বাধীন বিচার ব্যবস্থাÑ র) জনগণ বিচারক নিয়োগ করে রর) জনগণের অধিকার রক্ষা হয় ররর) মামলার সুষ্ঠু নিষ্পত্তি হয় নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) রর ও ররর ১৯। কোথায় প্রত্যক্ষ গণতন্ত্রের প্রচলন ছিল? ক) প্রাচীন গ্রীসে খ) রোমে গ) আমেরিকায় ঘ) যুক্তরাষ্ট্রে ২০। কোন শাসন ব্যবস্থায় জরুরি প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়? ক) মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় খ) গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গ) রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ঘ) যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ২১। বিচার বিভাগ কিভাবে সংবিধান রক্ষা করে? ক) সংবিধানের জটিল ব্যাখ্যা করে খ) শাসন ও আইন বিভাগকে পরামর্শ দান করে গ) ক্ষমতার ভারসাম্য রক্ষা করে ঘ) মামলা পরিচালনার ক্ষেত্রে নতুন আইন তৈরি করা ২২। রাজতন্ত্রের বিকৃত রূপ কোনটি? ক) অভিজাত তন্ত্র খ) গণতন্ত্র গ) স্বৈরাচারতন্ত্র ঘ) পলিটি ২৩। সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেÑ র) নানা বিষয়ে প্রশ্ন করে র) অনাস্থা প্রস্তাব আনয়ন করে র) সমালোচনার মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২৪। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? ক) ২৫ বছর খ) ৩০ বছর গ) ৩৫ বছর ঘ) ৪০ বছর ২৫। আইনসভা কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে? ক) অর্থ বিভাগ খ) বিচার বিভাগ গ) আইন বিভাগ ঘ) শাসন বিভাগ উত্তরমালা : ১.ঘ ২.খ ৩.গ ৪.খ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.ক ১১.গ ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.গ ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.ঘ সৃজনশীল মিঃ বশির দুর্যোগপ্রবণ একটি এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি তার সততা ও কর্তব্যপরায়ণার জন্য সকলের কাছেই জনপ্রিয় নেতা। এলাকার উন্নয়নে ও যে কোন সমস্যা সমাধানে তিনি তৎপর। তিনি নিয়মিত কর প্রদান করেন ও রাষ্ট্রীয় কোষাগার থেকে আসা বরাদ্দ যথানিয়মে বণ্টন করেন। ক) নাগরিকতা কী? খ) অনুমোদন সূত্রে নাগরিকতা ব্যাখ্যা কর। গ) নাগরিক দৃষ্টিভঙ্গির আলোকে মিঃ বশিরের নাগরিকতার বৈশিষ্ট্য তুলে ধর। ঘ) মিঃ বশির একজন সুনাগরিক উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
×