ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

প্রকাশিত: ০৭:৩২, ৭ ডিসেম্বর ২০১৫

সাধারণ বিজ্ঞান

সকল অধ্যায় ১. ল্যাকটিক এসিড থাকে কোনটিতে? ক) দইয়ে খ) লেবুতে গ) তেঁতুলে ঘ) ভিনেগারে ২. উদ্ভিদের পরিবহন কলাগুচ্ছ হলো- র. জাইলেম রর. ফ্লোয়েমররর. প্যারেনকাইমা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩. ঐ২ঈঙ৩ একটি খনিজ এসিড। কারণ এটি- র. শক্তিশালী তাই ক্ষয়কারক রর. অজৈব পদার্থ থেকে তৈরি হয় ররর. জীব দেহে তৈরি হয় না নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৪. সম্পূর্ণ ফুলে কয়টি কয়টি অংশ থাকে? ক) ৫ খ) ৪ গ) ৩ ঘ) ২ ৫. বস্তর ভর- র. অভিকর্ষজ তরণের ওপর নির্ভরশীল রর. স্থান নিরপেক্ষ ররর. একক কিলোগ্রাম নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৬. পর্যাবৃত্ত প্রবাহের উৎস কোনটি? ক) ব্যাটারি খ) ডিসি জেনারেটর গ) জেনারেটর ঘ) বিদ্যুৎ কোষ ৭. ঈঁঙ যৌগটির বৈশিষ্ট্য কোনটি? ক) পিচ্ছিল খ) পানিতে দ্রবীভূত হয় গ) নীল লিটমাসকে লাল করে ঘ) টক স্বাদ বিশিষ্ট ৮. অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহৃত হয়? ক) প্রকৌশল কাজে খ) চিকিৎসার কাজে গ) গাড়ির কাজে ঘ) দর্পণে ৯. দলম-লের কাজ হলো- র. কীটপতঙ্গ আকৃষ্ট করা রর. পরাগায়নে সাহায্য করা ররর. ফুলের অন্য অংশকে রক্ষা করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১০. তৃতীয় স্তরের খাদক হলো- র. মানুষ রর. বক ররর. কচ্ছপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১১. এক গ্লাস পানিতে কয়েকটি কিশমিশ যোগ করলে কী ঘটবে? ক) ব্যাপন খ) অভিস্রবণ গ) ইমবাইবিশল ঘ) প্রস্বেদন ১২. নিষিক্তকরণের পূর্বশর্ত কী? ক) ফুল সৃষ্টি খ) বীজ সৃষ্টি গ) ফল উৎপন্ন ঘ) জনন কোষ সৃষ্টি ১৩. শক্তি যানবাহনকে কী দান করে? ক) গতি খ) পুষ্টি গ) সরণ ঘ) তরণ ১৪. বস্তুর ভর কী রাশি? ক) সদিক রাশি খ) ভেক্টর রাশি গ) ধ্রুব রাশি ঘ) ঋণাত্মক রাশি ১৫. মোমের দহনে কোনটির রূপান্তর ঘটে? ক) তাপ খ) আলো গ) বিদ্যৎ ঘ) শক্তি ১৬. পানি পরিবহন পরীক্ষার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা উত্তম? ক) দূর্বাঘাস খ) আম গাছ গ) পেপেরোমিয়া ঘ) হাইড্রিলা ১৭. মূলরোম থেকে কোষাভ্যন্তরে পানি কোন প্রক্রিয়ায় প্রবেশ করে? ক) ব্যাপন খ) অভিস্রবণ গ) শোষণ ঘ) পরিবহন ১৮. জাইগোট হলো- র. ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলরর. দুটি হ্যাপ্লয়েড কোষের মিলিত অবস্থা ররর. মাইটোসিস বিভাজনের অনন্য বৈশিষ্ট্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. কোনটির সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি এ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়? ক) ভোল্টমিটার খ) অ্যামিটার গ) পটেনশিওমিটার ঘ) গ্যালভানোমিটার ২০. মানব দেহের ভেতর কোন অংশ দেখার জন্য কী ব্যবহৃত হয়? ক) পেরিস্কোপ খ) অপটিক্যাল ফাইবার গ) স্টেথিস্কোপ ঘ) কম্পিউটার ২১. তেঁতুলে কোন এসিড বিদ্যমান? ক) সাইট্রিক খ) ম্যালিক গ) নাইট্রিক ঘ) টারটারিক সঠিক উত্তর ১. (ক) ২. (ক) ৩. (গ) ৪. (ক) ৫. (গ) ৬. (গ) ৭. (ক) ৮. (খ) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (ক) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (খ) ২১. (ঘ)
×