ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলা ২য় পত্র

প্রকাশিত: ০৭:৩৩, ৭ ডিসেম্বর ২০১৫

বাংলা ২য় পত্র

(পূর্ব প্রকাশের পর) ৩৬. ‘এক’ এককের চার ভাগের এক ভাগকে কী বলে? ক) তেহাই খ) পৌনে গ) চৌথা ঘ) সোয়া ৩৭. যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে? ক) কর্মকর্তৃবাচ্য খ) কর্মবাচ্য গ) ভাববাচ্য ঘ) কর্তৃবাচ্য ৩৮. বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ? ক) স্ত্রীবাচক খ) স্ত্রীবাচক হয় না গ) বিশেষ্য স্থানীয় ঘ) সর্বনামজাত ৩৯. বেমালুম শব্দে কোন উপসর্গ যুক্ত হয়েছে? ক) দেশী খ) ফারসী গ) সংস্কৃত ঘ) হিন্দি ৪০. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? ক) পলান্ন খ) ঘনশ্যাম গ) নরাধম ঘ) খেচর ৪১. বিশেষণ গঠনে ‘ষ্ণিক’ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? ক) সাহিত্যিক খ) সামুদ্রিক গ) সামাজিক ঘ) হৈমন্তিক ৪২. প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতা কোন পুরুষ? ক) উত্তম পুরুষ খ) মধ্যম পুরুষ গ) নাম পুরুষ ঘ) প্রত্যক্ষ পুরুষ ৪৩. অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান? ক) ভিন্নপদ খ) উভয় পদ গ) পরপদ ঘ) পূর্বপদ ৪৪. ‘চানাচুর’ কোন দেশী শব্দ? ক) চীনা খ) হিন্দি গ) আরবি ঘ) ফারসি ৪৫. নিচের কোনটি বিদেশী মূল ভাষার অনুসরণে বহুবচন করা হয়েছে? ক) আলেমদল খ) শিক্ষকবৃন্দ গ) কুসুমনিচয় ঘ) সাহেবান ৪৬. পূরণবাচক শব্দ কোনটি? ক) পঞ্চদশ খ) বারই গ) একুশে ঘ) পনের ৪৭. ‘যিনি বিদ্যা লাভ করেছেন’- তাকে এককথায় কী বলে? ক) কৃতবিদ্যা খ) বিদ্বান গ) জ্ঞানী ঘ) কৃতবিদ্য ৪৮. যে শব্দকে বা কোন শব্দের যে অংশকে আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে কী বলে? ক) উপসর্গ খ) অনুসর্গ গ) প্রকৃতি ঘ) প্রত্যয় ৪৯. কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়? ক) ‘ও’ এবং ‘ই’ খ) ‘এ’ এবং ‘ই’ গ) ‘অ’ এবং ‘ই’ ঘ) ‘ক’ এবং ‘ই’ ৫০. কোনটি ব্যাকরণিক চিহ্ন? ক) ? খ) = গ) ! ঘ) () সঠিক উত্তর: ৩৬. (গ) ৩৭. (গ) ৩৮. (খ) ৩৯. (খ) ৪০. (ক) ৪১. (ঘ) ৪২. (খ) ৪৩. (ঘ) ৪৪. (খ) ৪৫. (ঘ) ৪৬. (ক) ৪৭. (ঘ) ৪৮. (গ) ৪৯. (গ) ৫০. (খ)
×