ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জালালাবাদ গ্যাস ফিল্ডে আরও তিনটি কূপ খনন শুরু শেভরনের

প্রকাশিত: ০৮:৩১, ৭ ডিসেম্বর ২০১৫

জালালাবাদ গ্যাস ফিল্ডে আরও তিনটি কূপ খনন শুরু শেভরনের

স্টাফ রিপোর্টার ॥ শেভরন বাংলাদেশ জালালাবাদ গ্যাস ফিল্ডে আরও তিনটি কূপ খনন শুরু করেছে। আশা করা হচ্ছে আগামী বছর শুরুর দিকে কূপগুলো থেকে অন্তত ১৩০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। দেশে নতুন মজুদ আবিষ্কার না হওয়ায় বিদ্যমান ক্ষেত্রে গ্যাস কূপ খনন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় জালালাবাদে নতুন গ্যাস কূপ খনন শুরু হলো। শেভরন বলছে তারা ব্লক-১৩ এবং ব্লক-১৪ তে জেবি-৬, জেবি-৭ এবং জেবি-৯ কূপগুলো খনন করছে। রবিবার বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কূপ খননের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী এ সময় বলেন, নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হবে। উন্নয়ন ও অগ্রগতি ক্রমবর্ধমান হওয়ায় জ্বালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা মেটাতে গ্যাসের পাশাপাশি কয়লা, এলএনজি ও এলপি গ্যাসকে আমরা কাজে লাগাচ্ছি।
×