ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ল্যাবএইডকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:৩৪, ৭ ডিসেম্বর ২০১৫

ল্যাবএইডকে ১০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র‌্যাব-১-এর সদস্যরা। র‌্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় ধানম-িতে হাসপাতালের ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট ফিরোজ সাংবাদিকদের বলেন, ল্যাবএইড হাসপাতালে অভিযানকালে অনুমোদনহীন ২৬ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ রাখায় কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে স্বাস্থ্য বিভাগ ও ওষুধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ল্যাবএইডের এজিএম (কর্পোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, জীবনরক্ষাকারী যে সব ওষুধ জব্দ করা হয়েছে তার অধিকাংশই দেশে উৎপাদিত হয় না। আর যারা এসব ওষুধ আমদানি করে থাকে তাদের কাছ থেকেই নেয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজ থাকার পরেও র‌্যাবের টিম তা দেখতে চায়নি।
×