ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বিদ্যুতের অপচয় রোধে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ২২:২৯, ৭ ডিসেম্বর ২০১৫

গাইবান্ধায় বিদ্যুতের অপচয় রোধে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সোমবার গাইবান্ধা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি বিদ্যুৎ বিতরণ বিভাগ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ‘আলোর পথে আরো এগিয়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং গাইবান্ধা পল্ল¬ী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজনে স্থানীয় বিদ্যুৎ অফিস চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল ইসলাম খান, গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন সফি, গাইবান্ধা পল্ল¬ী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক জি.এইচ.এম ওয়াহেদুল হক প্রমুখ।
×