ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই দিন পরে পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০০:১৭, ৭ ডিসেম্বর ২০১৫

দুই দিন পরে পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুইদিন উর্ধ্বমুখী ধারায় লেনদেনের পর ফের দরপতন পুঁজিবাজারে। সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন হয়েছে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, গত বৃহস্পতি ও রবিবারে পুঁজিবাজারে উর্ধ্বমুখী ধারায় লেনদেন হয়েছিল। মাত্র দুই কার্যদিবস পরই সোমবারে লেনদেন হয়েছে পতনে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসইতে ৪৫৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১০১ কোটি টাকা বা ১৮ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৫৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর কিছুক্ষণ পরেই বিনিয়োগাকারীদের মুনাফা তোলার চাপ বাড়তে থাকে। ফলে দ্রুতই সূচকের পতন ঘটতে থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - কাশেম ড্রাইসেলস, বিএসআরএম স্টিলস, আফতাব অটোমোবাইলস, সাইফ পাওয়ারটেক, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, কেডিএস অ্যাক্সেসরিজ, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা এবং লাফার্জ সুরমা সিমেন্ট। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, বিএসআরএম স্টিল, আফতাব অটোস, কেডিএস এক্সেসরিজ, কাসেম ড্রাইসেল, মোজাফফর হোসেন স্পিনিং, গোল্ডেন সন, ইফাদ অটোস ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।
×