ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রাণের প্যাকেটে 'আম্মার' ছবি লাগাতে বাধ্য করার অভিযোগ

প্রকাশিত: ০০:৪৬, ৭ ডিসেম্বর ২০১৫

ত্রাণের প্যাকেটে 'আম্মার' ছবি লাগাতে বাধ্য করার অভিযোগ

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ ভারতের চেন্নাই শহরে বন্যায় আক্রান্ত মানুষের জন্যে ত্রাণসাহায্য বিতরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ত্রাণ-কর্মীরা অভিযোগ করেছেন, যেসব সাহায্য বিতরণ করা হচ্ছে সেগুলোর গায়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার ছবি লাগাতে তাদেরকে বাধ্য করা হচ্ছে। এই অভিযোগের পর দুর্গত লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করা হয়েছে জয়ললিতার দল এআইএডিএমকের পক্ষ থেকে। বলা হয়েছে, দলের যেসব কর্মীরা এসব করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বন্যায় পুরো শহরটিই একরকম ডুবে গিয়েছিলো। অন্তত ২৮০ জন নিহত হয়েছে। বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনও কিছু কিছু লোক আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। দুর্গত লোকজনের কাছে ত্রাণ-সাহায্য পৌঁছে দিতে কাজ করছেন ত্রাণ-কর্মীরা। এই কর্মীদেরকে ত্রাণ-সাহায্যের প্যাকেটে জয়ললিতার স্টিকার লাগাতে কিভাবে বাধ্য করা হচ্ছে সোশাল মিডিয়াতে তার একটি পোস্ট অনলাইনে ছড়িয়ে পড়েছে। সূত্র : বিবিসি বাংলা
×