ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিস চালু নিয়ে সভা

প্রকাশিত: ০০:৪৮, ৭ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিস চালু নিয়ে সভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ অবশেষে মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিস চালু নিয়ে হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত কমিটি সরেজমিন পরিদর্শন শেষে সোমবার সভা করে এই অভিমত প্রকাশ করেছে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নৌ নুর উর রহমান। এছাড়া সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্য সড়ক ও জনপদ বিভাগের তত্ত্ববধায়ক প্রকৌশলী (ফেরি সার্কেল) মোক্তার আহম্মেদ, বিআইডব্লিউটিএ’র তত্ত্ববধায়ক প্রকৌশলী সাজেদুর রহমান, মুন্সীগঞ্জ এডিসি (সার্বিক) মোহাম্মদ ফজলে আজিম, বিআইডব্লিউটিসি ডিজিএম (মেরিন) মো. ফজলুল হক, সড়ক ও জনপথ এবং এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী গণ ও গজারিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী অফিসার মাহবুবা বিলকিস উপস্থিত ছিলেন। এই সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার সারাবান তাহুরা, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার প্রমুখ। সম্প্রতি ভিডিও কনফারেন্সে জেলা আওয়ামী লীগে সভাপতি আলহজ মহিউদ্দিনে যৌক্তি দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ফেরি চালুর নির্দেশ দেন। পরে কমিটি সজেমিন পরিদর্শন শেষে ফেরি সার্ভিটটি চালুর পক্ষে মত দিয়েছেন। একই সাথে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সাথে ঢাকা-মাওয়া মহা সড়কের যোগসূত্র হবে এই ফেরি সার্ভিসের মাধ্যমে। এতে রাজধানী ঢাকার যানজট কমবে। এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে। ভিডিও কনফারেন্সটির আগে এই নিয়ে দৈনিক জনকণ্ঠ সচিত্র রিপোর্ট প্রকাশ করে।
×