ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাকৃবিতে জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ে কর্মশালা

প্রকাশিত: ০০:৫১, ৭ ডিসেম্বর ২০১৫

বাকৃবিতে জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ে কর্মশালা

বাকৃবি সংবাদদাতা ॥ নিয়ন্ত্রনহীন জনসংখ্যা বৃদ্ধি, বিশ্ব উষ্ণতার প্রভাবে ক্রমাগতভাবে বিনষ্ট হচ্ছে প্রাকৃত্রিক পরিবেশ। এর বিশাল প্রভাব পড়ছে প্রাণীর বাসস্থানের উপর। বাসস্থান সংকটের ফলে ধ্বংসের মুখের পড়েছে জীববৈচিত্র। ফলে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে প্রাণীবৈচিত্র্য। বাসস্থান সংরক্ষণের অভাবে সময়ের সাথে দেশের প্রায় ৩৪ শতাংশ জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। পাশাপাশি দেশীয় জীববৈচিত্র্যের ১৮ শতাংশ আজও আমাদের অজানা। দেশীয় জীববৈচিত্র্য সম্পর্কে ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে আগামী বছরের মার্চের মধ্যে ১ হাজার ৭’শ প্রাণীর তালিকা প্রকাশ করবে আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা (আইইউসিএন)। সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিনব্যাপী এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদ। বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদ ও আইইউসিএন এর যৌথ উদ্দ্যোগে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়নে ওই কর্মশালার আয়োজন করা হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রকল্প পরিচালক মো. আকবর হোসেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন আইইউসিএন এর ক্রাস্টাসিয়ান গ্রুপ প্রধান অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন। কর্মশালায় বাংলাদেশের জীববৈচিত্রের উপর আটটি বৈজ্ঞানিক প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানি, অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. একেএম নওশাদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মনোয়ার হোসেইন, অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ এবং বাংলাদেশ মৎস গবেষণা ইন্সটিটিউটের ড. মো. ইনামুল হক।
×