ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্যাসখনির উন্নয়ন ॥ ভারতের সঙ্গে কাজ করতে রাজি ইরান

প্রকাশিত: ০০:৫৫, ৭ ডিসেম্বর ২০১৫

গ্যাসখনির উন্নয়ন ॥ ভারতের সঙ্গে কাজ করতে রাজি ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরান তাদের একটি গ্যাসক্ষেত্রের উন্নয়নে ভারতীয় কনসোর্টিয়ামের বিনিয়োগের প্রস্তাবে রাজি হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাত দিয়ে সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, ‘ফারজাদ বি’ নামে ওই গ্যাসক্ষেত্রের প্রথম দফা উন্নয়নকাজের জন্য এর মধ্যেই ভারতীয় কনসোর্টিয়ামের পক্ষ থেকে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এ বছর ভিয়েনায় পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ইরানের উপরে থাকা নিষেধাজ্ঞা শিথিল করতে ছয় বিশ্বশক্তির সঙ্গে চুক্তির পর দেশটিতে ভারতীয় বিনিয়োগের পথ প্রশস্ত হয়। ওই তেলখনির মালিক প্রতিষ্ঠান ফালাত ঘের অয়েল কোম্পানির কোম্পানির পরিচালক সাঈদ হাফেজিকে উদ্ধৃত করে মেহেরের খবরে বলা হয়, “নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অর্থ হল, ভারতীয় কনসোর্টিয়াম গ্যাসক্ষেত্রটির উন্নয়নকাজ শুরু করতে পারবে। এর ফলে এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় এক বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। তবে ইরানি কোম্পানির পক্ষ থেকে চুক্তিতে রাজি হওয়ার বিষয়ে এই কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকা ভারতীয় কোম্পানি ওএনজিসি (অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন) বিদেশ কিছু জানে না বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। ওএনজিসি বিদেশের ব্যবস্থাপনা পরিচালক এন কে ভার্মা বলেন, গ্যাসক্ষেত্রটির উন্নয়ন কাজ পাওয়ার ব্যাপারে ইরানের পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি। তবে চুক্তির জন্য কনসোর্টিয়ামের প্রতিনিধিরা বেশ কয়েকবার ইরান সফর করেছেন বলে উল্লেখ করেন ভার্মা। ২০১২ সালে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটিতে সাড়ে ১২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
×