ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

প্রকাশিত: ০০:৫৫, ৭ ডিসেম্বর ২০১৫

মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

স্টাফ রিপোর্টার॥ সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের পাশের অননুমোদিত সকল স্থাপনা অপসারণের নির্দেশে দিয়েছে হাই কোর্ট।সেইসঙ্গে মহাসড়কের পাশে স্থাপনা নির্মাণের অনুমোদন সংক্রান্ত বিধি বাতিলের পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি রিট ও রুলের ওপর শেষে সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ পাঁচদফা নির্দেশনাসহ এই রায় দেয়। চালকদের ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ করে পাঁচ বছর পর থেকে তা কার্যকর করতে বলা হয়েছে একটি নির্দেশনায়। ২০১১ সালের ফেরুয়ারিতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি থেকে ফেরার পথে সাংসদ মুক্তাদীর চৌধুরীর গাড়ি বহর দুর্ঘটনায় পড়ে এবং ১১ জনের মৃত্যু হয়। ওই ঘটনা গণমাধ্যমে এলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এই রিট আবেদন করে।
×