ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১২ ডিসেম্বর ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

প্রকাশিত: ০১:৩০, ৭ ডিসেম্বর ২০১৫

১২ ডিসেম্বর ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে আগামী ১২ ডিসেম্বর ৪ দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু। সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলণে এ তথ্য জানানো হয়। এ সময় তার আগমনের উদ্যেশ্য ও বিভিন্ন কর্মসূচীর তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল। দেশের অর্থনীতির জন্য সহায়ক পরামর্শ গ্রহণ ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের তার গবেষণালব্দ জ্ঞান থেকে প্রশিক্ষণ প্রদানের উদ্যেশ্যেই তাকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করেন বিরুপাক্ষ পাল। ঢাকায় এসে কৌশিক বসু যে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তার মধ্যে রয়েছে, রপ্তানীমুখী শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন, ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগীতা’ বিষয়ের ওপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলণ কেন্দ্রে গণবক্তৃতা প্রদান, ‘সামষ্টিক স্থিতিশীলতা, ব্যাক্তি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ, গ্রামীণ অর্থনীতির চিত্র দেখতে মাঠ পর্যায়ের পরিদর্শন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সবশেষে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলণে উপস্থিত থাকবেন। ১২ ডিসেম্বর সন্ধ্যা থেকে তার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলণে। ১৫ তারিখ সন্ধ্যায় তিনি ঢাকা সফর শেষে ভারতের উদ্দ্যেশে রওনা হবেন। (উল্লেখ্য, কৌশিক বসু ১৯৫২ সালের ৯ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজে পড়াশোনার পর লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি ডিগ্রি নেন এ প্রথিতযশা বাঙালি অর্থনীতিবিদ। ২০১২ সালের ১ অক্টোবর তিনি বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব নেন। উন্নয়নশীল দেশগুলো থেকে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ পদে অধিষ্ঠিত হন। এর আগে তিনি ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কৌশিক বসু ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন তাঁর একাডেমিক উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। অর্থনীতির যুক্তিতর্ক ও গল্প বাংলা ভাষায় লিখিত কৌশিক বসুর একটি বিখ্যাত বই। তাঁর লেখা একাধিক বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ও প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে। কৌশিক বসু মূলত উন্নয়ন অর্থনীতি, কল্যাণ অর্থনীতি ও শিল্প খাত নিয়ে কাজ করে থাকেন।)
×