ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৭ প্রকল্প অনুমোদন স্থগিত করেছে পরিকল্পনা কমিশণ

প্রকাশিত: ০২:৩৫, ৮ ডিসেম্বর ২০১৫

৭ প্রকল্প অনুমোদন স্থগিত করেছে পরিকল্পনা কমিশণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পৌর নির্বাচনী আচরণ বিধি মেনে ৭ উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রক্রিয়া স্থগিত করেছে পরিকল্পনা কমিশণ। আজ মঙ্গলবার অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়ার কথা ছিল। সোমবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে পৌরসভা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হওয়ার কারণে সাতটি প্রকল্প উপস্থাপন করা হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাতটি প্রকল্পের মধ্যে রয়েছে-চট্টগ্রামে সিঙ্গেল মুরিং টার্মিনাল ও পাইপ লাইন নির্মাণ প্রকল্প, পশ্চিমাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক উন্নয়ন, বাকেরগঞ্জ-বরগুণা সড়ক প্রশস্ত ও মজবুতকরণ, ক্ষুদ্র নৃ-তাত্তিক গোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্প, দক্ষতা উন্নয়ন প্রকল্প, পাবর্ত চট্টগ্রামে প্রত্যন্ত এলাকায় মিশ্র ফল চাষ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে।
×