ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির মন্তব্যকে ‘সিম্পলি ননসেন্স’ বললেন মুহিত

প্রকাশিত: ০৫:৪০, ৮ ডিসেম্বর ২০১৫

বিএনপির মন্তব্যকে  ‘সিম্পলি ননসেন্স’ বললেন মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পৌর নির্বাচনে আওয়ামী লীগ জোর করে জিততে চায় বিএনপির এমন মন্তব্যকে ‘সিম্পলি ননসেন্স’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে বিদ্যুত সংযোগের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুহিত। সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ১৩ গ্রামের ২২ কিলোমিটার এলাকায় ২২ কোটি টাকা ব্যয়ে বিদ্যুত সংযোগ কাজের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় আবুল মাল আবদুল মুহিত বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত করা হবে। আর ২০১৮ সালের মধ্যে সিলেটের প্রতিটি গ্রামে বিদ্যুত পৌঁছবে। এই সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পল্লী বিদ্যুত সমিতির সদস্য সতীশ চন্দ্র দে, পল্লী বিদ্যুত সমিতি-২-এর ব্যবস্থাপক দিলীপ চন্দ্র সরকার প্রমুখ। বিদ্যুত সংযোগের উদ্বোধন শেষে পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী ‘সিম্পলি ননসেন্স’ বলে মন্তব্য করেন।
×