ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা স্বামী আটক

প্রকাশিত: ০৫:৪০, ৮ ডিসেম্বর ২০১৫

কুমিল্লায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ ডিসেম্বর ॥ কুমিল্লায় যৌতুকের দাবিতে নুরুন্নাহার নামে ৫ মাসের অন্তঃসত্তা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সন্ধ্যায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ বছর পূর্বে সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে জেলার বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে নুরুন্নাহারের বিয়ে হয়। বিয়ের পর ধারদেনা করে নুরুন্নাহারের পরিবার সাদ্দামকে বিদেশ পাঠায়। নিহত নুরুন্নাহারের মা ও মামা জানান, সাদ্দাম দেশে ফিরে আসার পর বিভিন্ন সময় যৌতুক হিসেবে টাকা দাবি করে নুরুন্নাহারের ওপর অত্যাচার চালায়। গত ২-৩ দিন পূর্বেও বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য তারা নুরুন্নাহারকে ফের মারধর করে। একপর্যায়ে টাকা না পেয়ে সোমবার ভোর রাতে তাকে পিটিয়ে ও গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সদর দক্ষিণ মডেল থানার ওসি প্রশান্ত পাল জানান, জিজ্ঞাসাবাদে ঘাতক সাদ্দাম তার স্ত্রীকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনায় সন্ধ্যায় নিহতের মামা আবুল বাশার সরকার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
×