ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চসিকের ইট দিয়ে ঘর তৈরি করায় তিন কর্মচারী বরখাস্ত

প্রকাশিত: ০৫:৪২, ৮ ডিসেম্বর ২০১৫

চসিকের ইট দিয়ে ঘর তৈরি করায় তিন কর্মচারী বরখাস্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইট দিয়ে ঘর তৈরি করার অপরাধে অস্থায়ী দুই নিরাপত্তা প্রহরী ও এক গাড়ি চালককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া পুল কর্মকর্তা ও সড়ক তদারককারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশে সোমবার এই ব্যবস্থা গ্রহণ করা হয়। চসিক সূত্রে জানানো হয়, কর্পোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কৈবল্যধাম এলাকায় দখল করা জায়গায় চসিকেরই ক্রয় করা ইট দিয়ে পাকাঘর তৈরির সময় স্থানীয় কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিমের হাতে সোমবার বিকেলে ধরা পড়েন গাড়িসহ চালক। সিটি কর্পোরেশনের ট্রাকে করে চালক মোহাম্মদ ফারুক ও দারোয়ান মোঃ খোকন উদ্দিন ৪২২টি ভাল ইট এবং ১০০টি ভাঙ্গা ইটসহ মোট ৫২২টি ইট দারোয়ান এমএস চৌধুরী শুভর নির্মাণাধীন ঘরে নিয়ে যান। এ সময় ট্রাকসহ চালক হাতেনাতে ধরা পড়েন। দারোয়ানের এ অপকর্মের বিষয়টি মেয়র আ জ ম নাছির উদ্দিন অবহিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। মেয়রের নির্দেশক্রমে ট্রাক ড্রাইভারকে নিকটস্থ থানায় হস্তান্তর করেন কাউন্সিলর মোহাম্মদ জহিরুল আলম জসিম। এ ঘটনায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অভিযুক্ত অস্থায়ী চালক মোঃ ফারুক, নিরাপত্তা প্রহরী এমএস চৌধুরী শুভ ও মোঃ খোকন উদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি দেয়। একইসঙ্গে পুল কর্মকর্তা মির্জা ফজলুল কাদের ও সড়ক তদারককারী মোহাম্মদ মঞ্জুর মিয়াকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।
×