ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাক ধৃষ্টতার প্রতিবাদ

চট্টগ্রামে পাকিস্তানের পতাকা ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ

প্রকাশিত: ০৫:৪২, ৮ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামে পাকিস্তানের পতাকা ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাকিস্তানের পতাকা ও ওই দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কুশপুতুল দাহ করে সম্প্রতি যুদ্ধাপরাধীদের মৃত্যুদ- কার্যকরের ঘটনায় পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। সোমবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরীর হালিশহর আবাহনী মাঠে আয়োজিত মাসব্যাপী বাণিজ্যমেলার মূল ফটকে তারা এ কর্মসূচী পালন করে। এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ বিজয়ের মাসে বাণিজ্যমেলায় পাকিস্তানের প্যাভিলিয়ন চালু এবং সে দেশের পতাকার মোড়কে ব্যানার টানানোর প্রতিবাদ জানান। এর আগে নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, সহ-সভাপতি ফখরুল ইসলাম পাভেল, যুগ্ম সম্পাদক সুজন বর্মণ এবং সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি বলেন, কুখ্যাত আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং রাজাকার সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পর পাকিস্তান সরকার ধৃষ্টতাপূর্ণ বিভিন্ন মন্তব্য করেছে, যা মেনে নেয়া যায় না। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কুশপুতুল দাহ করে আমরা তাদের এসব মন্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করেছি। বিজয়ের মাসে পাকিস্তানকে তাদের পণ্য বিক্রির জন্য প্যাভিলিয়ন চালুর অনুমতি দেয়া উচিত হয়নি বলে মন্তব্য করেন রনি।
×