ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘রাস মেলায় বোমা হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না’

প্রকাশিত: ০৫:৪৩, ৮ ডিসেম্বর ২০১৫

‘রাস মেলায়  বোমা হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না’

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেছেন, কান্তজিউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত রাস মেলায় বোমা হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। এটি ধর্মীয় সম্প্রদায়ের ওপরে আঘাতের সমান। তিনি প্রকৃত দোষীদের খুঁজে বের করে শক্ত হাতে দমনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। তিনি সোমবার সন্ধ্যায় দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির ও মেলার বিভিন্ন অংশ ঘুরে উপস্থিত সাংবাদিকদের একথা জানান। এদিকে দায়িত্বে অবহেলার জন্য কাহারোল থানার সাবেক ওসি আব্দুল মজিদকে প্রত্যাহারের পর সেখানে মনসুর আলী নামে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদান করেছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. নীম চন্দ্র ভৌমিক সোমবার বিকেলে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তিনি কান্তনগর মন্দিরের রাস মেলার বোমা বিস্ফোরণের ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিকসহ হিন্দু নেতৃবৃন্দ। ড. নীম চন্দ্র ভৌমিক এরপর দিনাজপুর জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
×