ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল নিয়ে বাফুফের পরিকল্পনা

প্রকাশিত: ০৫:৫৭, ৮ ডিসেম্বর ২০১৫

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল নিয়ে বাফুফের পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫’ আয়োজন উপলক্ষে বাফুফে ভবনে সোমবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভাগীয় উপ-পরিচালক শাহ সুফী মোহাম্মদ আলী রেজা, জেলা ক্রীড়া অফিসার তারিকউজ্জামান, বাফুফে সহ-সভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু। সভায় সাতটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো- ১. ২০১৫ সালের জাতীয় পর্যায়ের খেলা শুরুর পূর্বে প্রতি দলের দুই কোচকে বাফুফের উদ্যোগে পাঁচ দিনের কোচিংয়ের ব্যবস্থা করা হবে, ২. যে দলগুলো ফাইনালে উন্নীত হবে সেই দলের খেলোয়াড়দের ফাইনাল খেলার পূর্বে বাফুফে একটি স্বল্পমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবে, ৩. প্রতি খেলোয়াড় বাছাইয়ের জন্য বাফুফে, জাতীয় ক্রীড়া পরিদফতর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়/প্রাথমিক শিক্ষা অধিদফতর, সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক মনোনীত এক ডাক্তারের সমম্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি সংশ্লিষ্ট এলাকায় (বিদ্যালয়/উপজেলা/জেলা) গিয়ে খেলোয়াড়দের বয়স যাচাইপূর্বক একটি তালিকা তৈরি করবে। জাতীয় পর্যায়ের খেলায় ওই তালিকার অন্তর্ভুক্ত খেলোয়াড়রাই শুধু অংশগ্রহণ করবে, ৪. এ বছর জাতীয় পর্যায়ের খেলার সময় বাফুফে একটি টেকনিক্যাল/বাছাই কমিটি গঠন করবে, ওই কমিটি খেলা চলাকালীন সব খেলা পর্যবেক্ষণ করে দুটি দলের (ছেলে এবং মেয়েদের) জন্য প্রাথমিকভাবে ৫০/৬০ জনকে নির্বাচিত করবে। ওই খেলোয়াড়দের বাফুফের সহযোগিতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণ দেবে।
×