ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধে আইনের প্রয়োগ হচ্ছে না ॥ মহিলা পরিষদ

প্রকাশিত: ০৬:০৩, ৮ ডিসেম্বর ২০১৫

নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধে আইনের প্রয়োগ হচ্ছে না ॥ মহিলা পরিষদ

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যমূলক পারিবারিক আইন বিদ্যমান থাকায় ও নির্যাতনকারীরা রাজনৈতিক আশ্রয় পাওয়ায় পরিবারে নারী ও কন্যাশিশুরা বৈষম্য আর অন্যায়ের শিকার হতে হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সমন্বিতভাবে নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ’ সেøাগান নিয়ে আয়োজিত সভায় তিনি বলেন, দেশে নারী ও শিশুবান্ধব আইন থাকলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলো নারীবান্ধব না হওয়ায় এবং সংশ্লিষ্ট প্রশাসনের দক্ষতা ও দায়বদ্ধতার দুর্বলতার কারণে এসব আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। তাই বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে নারীবান্ধব করা, দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে গণসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। উচ্চ আদালত ২০০৯ সালে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি, নিপীড়ন রোধে নানা দিকনির্দেশনা প্রদানপূর্বক নির্দেশনাবলী জারি করলেও উক্ত রায় বাস্তবায়নে উল্লেখযোগ্য কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। সাংবাদিকের কাগজপত্র ও টাকা খোয়া সাংবাদিক মোঃ উজ্জলুর রহমানের নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়েছে। গত ৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাত্রাবাড়ী থানাধীন দনিয়ার দক্ষিণ কুতুবখালীর ১২৭ নম্বর নিজ বাড়িতে ফিরছিলেন। বাসার সামনে ওই সিএনজির মধ্যে তার মানিব্যাগটি পড়ে যায়। এরপর তিনি আর তা পাননি। মানিব্যাগে তার ড্রাইভিং লাইসেন্স যার নম্বর আর, বি ০০০৬২৯৩ সি,এল ০০০৯, ন্যাশনাল আইডি কার্ড যার নম্বর ২৬৯৬৮২৮২৬৬৪৯৫, এক্সিম ব্যাংকের এটিএম কার্ড যার নম্বর ৬৩০০০০০০০১০৪৮২৩৩, দৈনিক জনকণ্ঠের আইডি কার্ড, নগদ টাকা ও ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। এ ব্যাপারে সাংবাদিক উজ্জলুর রহমান গত ৬ ডিসেম্বর যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ৫১৫। বিজ্ঞপ্তি চিটাগাং ইউনিভার্সিটি জার্নালিজম এ্যাসোসিয়েশন ঢাকার কার্যকরী কমিটি গঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি জার্নালিজম এ্যাসোসিয়েশন ঢাকার-২০১৫-১৬ সালের জন্য একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৪ ডিসেম্বর ঢাকার রমনা চাইনিজ রেস্টুরেন্টে সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। নির্বাচনে সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের সাবেক শিক্ষার্থী জসিম উদ্দিন খান, সভাপতি ও ৭ম ব্যাচের সাবেক শিক্ষার্থী তন্ময় মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে সহ-সভাপতি মোমেনা আক্তার পপি ও পারভেজ চৌধুরী, য্গ্মু সাধারণ সম্পাদক হাসান মেজর, শামীম আহমেদ শিশির, দিল আরা লীনা, ইফতেখার হোসাইন রাজু ও তাবারুল হক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক বারেক কায়সার, প্রচার সম্পাদক গোলাম রসূল, সংস্কৃতি সম্পাদক মেখ্যাইউ মারমা, ক্রীড়া সম্পাদক হেদায়েত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আমিন জাহাঙ্গীর, সাহিত্য সম্পাদক আলমগীর খন্দকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমাদ বাপ্পী, নির্বাহী সদস্য পদে ফজলুল করিম, তৈয়ব সুমন এবং দেবব্রত রায় দেবু নির্বাচিত হয়েছেন।-বিজ্ঞপ্তি
×