ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় বিদ্রোহী নিয়ে বিপাকে আওয়ামী লীগ-বিএনপি

প্রকাশিত: ০৬:৩০, ৮ ডিসেম্বর ২০১৫

কুষ্টিয়ায় বিদ্রোহী নিয়ে বিপাকে আওয়ামী লীগ-বিএনপি

এমএ রকিব, কুষ্টিয়া থেকে ॥ চূড়ান্ত বাছাই শেষে কুষ্টিয়ার পাঁচ পৌরসভা এলাকায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা নেমে পড়েছেন গণসংযোগে। তারা এখন বাড়ি বাড়ি হানা দিচ্ছেন। সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। এবার কুষ্টিয়ায় পাঁচ পৌরসভায় একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট। পৌরসভাগুলো হলোÑ কুষ্টিয়া, খোকসা, কুমারখালী, ভেড়ামারা ও মিরপুর। পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিক বাছাই শেষে মোট প্রার্থী দাঁড়িয়েছে ৩শ’২১। এদের মধ্যে মেয়রপদে ২৬, কাউন্সিলর (পুরুষ) পদে ২শ’ ৪৬ ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ৪৯ প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছেন। কুষ্টিয়া পৌরসভায় মেয়রপদে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় রয়েছে বিএনপি। এ পৌরসভায় বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রয়েছেন দুইজন। এছাড়া অপর চার পৌরসভাতেও রয়েছে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী। তবে এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, আমার জানা মতে পৌর নির্বাচনে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী নেই। আর যারা রয়েছেন দলের সিদ্ধান্ত মেনে সময় হলেই তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। আমরা যারা দল করি দলের সিদ্ধান্ত মেনেই দল করি। এদিকে দীর্ঘদিন পর দলীয় ব্যানারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সব দলের নেতাকর্মীর মাঝে বিরাজ করছে বাড়তি আগ্রহ ও উত্তেজনা। চূড়ান্ত বাছাইয়ের পর কুষ্টিয়া পৌরসভায় মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক শ’ ৩২ জন। এদের মধ্যে মেয়র পদে পাঁচ জন, কাউন্সিলর পদে একশ’ ১৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছেন আট জন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র হাজী আনোয়ার আলী, বিএনপি দলীয় প্রার্থী কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মজমপুর ইউপি চেয়ারম্যান বশিরুল আলম চাঁদ, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট শামীমউল হাসান অপু ও আওয়ামী লীগের শরিক দল জাসদের দলীয় প্রার্থী জাসদ কুষ্টিয়া জেলা সভাপতি হাজী গোলাম মহসিন। খোকসা পৌসভায় মোট প্রার্থী ৪৮। এদের মধ্যে মেয়র পদে পাঁচ, কাউন্সিলর পদে ৩৪ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছেন ৯ জন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ দলীয় প্রার্থী অধ্যাপক তারিকুল ইসলাম, বিএনপি দলীয় প্রার্থী রাজু আহমেদ, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন পিন্টু ও আল মাসুম মোর্শেদ এবং আওয়ামী লীগ শরিক দল জাসদ দলীয় প্রার্থী তেজারত আলী তেজের। কুমারখালী পৌরসভায় মোট প্রার্থী রয়েছে ৪৫ জন। এদের মধ্যে মেয়র পদে পাঁচ, কাউন্সিলর পদে ২৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১২ জন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র শামসুজ্জামান অরুণ, বিএনপি দলীয় প্রার্থী অধ্যক্ষ তরিকুল ইসলাম, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া খান জেমস, আওয়ামী লীগ শরিক দল জাসদ প্রার্থী আফজল হোসেন সাচ্চু ও জাপা (এরশাদ) আবুল কালাম আজাদ। ভেড়ামারা পৌরসভা নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ৪২ জন। এদের মধ্যে মেয়র পদে পাঁচ, কাউন্সিলর পদে ৩০ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছে সাতজন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাজী শামিমুল ইসলাম ছানা, বিএনপি মনোনীত প্রার্থী জাপা (কাজী জাফর) নেতা মহিউদ্দিন বানাত, আওয়ামী লীগ শরিক দল জাসদ প্রার্থী আব্দুল আলীম স্বপন, বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শামীম রেজা ও স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ডাবলু। মিরপুর পৌরসভায় বাছাই পর্ব শেষে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫৪ জন।
×