ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তামান্না সারোয়ার নীপার ‘একমুঠো জীবন’

প্রকাশিত: ০৬:৩৬, ৮ ডিসেম্বর ২০১৫

তামান্না সারোয়ার নীপার ‘একমুঠো জীবন’

স্টাফ রিপোর্টার ॥ মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে সম্প্রতি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় আবৃত্তিশিল্পী তামান্না সারোয়ার নীপার একক আবৃত্তি অনুষ্ঠান ‘একমুঠো জীবন’। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শিল্পীর আবৃত্তি উপভোগ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও জাতীয় কবিতা পরিষদসহ অন্যান্য জাতীয় সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সংগঠক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী তামান্না সারোয়ার নীপা কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হকসহ চব্বিশজন কবির পঁচিশটি কবিতা আবৃত্তি পরিবেশন করেন। কবিতাগুলো হলোÑ সেবা দের ‘একমুঠো জীবন’, কাজী নজরুল ইসলামের ‘অভিসার’ ও ‘অভিশাপ’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উৎসর্গ’, জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’, শতরূপা সান্যাল চক্রবর্তীর ‘এক ধর্ষিতা মৃত বালিকার চিঠি’, রহিমা আখতার কল্পনার ‘সহো কন্যা’, মল্লিকা সেনগুপ্তর ‘বীরপুরুষের মা’, আবুল হোসেনের ‘ চিলেকোঠার বাসিন্দারা, অমিতাভ প্রামাণিকের ‘অদ্ভুতুড়ে’, মীনাক্ষী দাসের ‘বাবা, মা’, জসিমউদ্দীনের ‘পল্লী জননী’, সৈয়দ শামসুল হকের ‘জয়নুলের চাকা’, শেখর বরণের ‘মজুর হাসে না মজুরি আসে না’, সমর কুমার সরকারের ‘রাজার ছেলে গোল আঁকিলে’, ব্রত চক্রবর্তীর ‘রাস্তা’, আবিদ আনোয়ারের ‘মশার মেয়ে পুনপুনি’, প্রমথনাথ বিশীর ‘পঁচিশে বৈশাখ’, মুহাম্মদ সামাদের ‘দাদিমার শুয়োর পেটানো লাঠি’, সুকান্ত ভট্টাচার্যের ‘জাগবার দিন আজ’, শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’, তামান্না সারোয়ারের ‘ইয়াহিয়ার ডাকটিকিট’, তুষার রায়ের ‘রাজাকারের ছড়া’ এবং এমআর আকতার মুকুলের ‘চরমপত্র’।
×