ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যাত্রামঞ্চে বোমা হামলার প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৩৬, ৮ ডিসেম্বর ২০১৫

যাত্রামঞ্চে বোমা হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে যাত্রামঞ্চে বোমা হামলার প্রতিবাদে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। সমাবেশে এই ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়। সমাবেশে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে বলেন যে, অশুভচক্র ও যুদ্ধাপরাধীর দালালরা বাঙালীর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারই নগ্ন বহির্প্রকাশ দিনাজপুরে যাত্রামঞ্চে বোমা হামলা। মুক্তিযুদ্ধবিরোধী এই দুষ্টচক্রটি বার বার আমাদের শিল্প-সংস্কৃতির ওপর আঘাত হেনেছে। ২০০৫ সালে বিভিন্ন স্থানে তারা নাটক, যাত্রা, সার্কাসের ওপর নির্লজ্জ আক্রমণ চালিয়েছিল। তিনি আরও বলেন, বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত যাত্রা প্রদর্শনী বন্ধ করে দেয়া হয়েছে। এতে বিপন্ন বিপর্যস্ত হয়ে পড়েছে যাত্রাশিল্প। অনিশ্চিত হয়ে পড়েছে পেশাদার যাত্রাশিল্পীদের জীবনযাত্রা। সংগঠনের সাবেক সভাপতি রমজান আলী মিয়া বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে জঙ্গীগোষ্ঠীর অপতৎপরতা বন্ধ করব। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রানুষ্ঠানের অনুমতি বন্ধ রাখা সমীচীন হবে না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ সোহেল হায়দার জসীম, এমএ মজিদ, রেখা গুণ, মোঃ রফিক, এম. ইদ্রিস প্রমুখ। সমাবেশে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কয়েকটি দাবি পেশ করা হয়। এগুলো হচ্ছে- বোমা হামলার ঘটনায় গ্রেফতারকৃতদের ফাঁসি দেয়া, বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে যাত্রানুষ্ঠানের অনুমতি প্রদান বন্ধ না করা, যাত্রাশিল্পীদের পূর্ণ নিরাপত্তা দেয়া এবং যাত্রাশিল্পের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে মাসব্যাপী যাত্রা উৎসবের আয়োজন করা।
×