ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে অর্পণা খানের রবীন্দ্র-নজরুল সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ০৬:৩৭, ৮ ডিসেম্বর ২০১৫

কিশোরগঞ্জে অর্পণা খানের রবীন্দ্র-নজরুল সঙ্গীতসন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে চন্দ্রাবতী ফাউন্ডেশন আয়োজিত দেশের খ্যাতিমান ও জাতীয় পর্যায়ের ‘রবীন্দ্র-নজরুল’ শিল্পী অর্পণা খানের একক সঙ্গীতসন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে পরিবেশনাটি উপভোগ করেন নানা শ্রেণী-পেশার বিপুলসংখ্যক দর্শক। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মোঃ জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। সেক্টর কমান্ডারস ফোরাম ঢাকা বিভাগের সিনিয়র সহসভাপতি শেখ কবির আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বারের সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, বাংলা একাডেমির পরিচালক রহিমা আখতার কল্পনা, ঢাকা দক্ষিণের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সুরাইয়া মুন্নি প্রমুখ। শিল্পী অর্পণা খান বেশকিছু জনপ্রিয় রবীন্দ্র-নজরুল গান পরিবেশন করেন। পাশাপাশি অনুষ্ঠানে রাজশাহী বেতার শিল্পী সোনিয়া সরদারও সঙ্গীত পরিবেশন করেন। তাদের পরিবেশনা গভীর রাত অবধি উপস্থিত বিপুলসংখ্যক দর্শককে মাতিয়ে রাখে।
×