ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাইকো মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার আপীল

প্রকাশিত: ০৭:২৬, ৮ ডিসেম্বর ২০১৫

নাইকো মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার আপীল

স্টাফ রিপোর্টার ॥ নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এদিকে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-ে দ-িত (দ- কার্যকর) সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যায় তাদের মেয়ে মৃত্যুদ-প্রাপ্ত ঐশী রহমানকে নিম্ন আদালতের ২০ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। অন্যদিকে ঝালকাঠি জেলার ১৯১ বীর মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। উচ্চ আদালতের আদেশের পরও ইউনাইটেড হাসপাতালের নারী রোগীর যৌন নিপীড়নকারী সেই সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আদালত এ বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ৬ জানুয়ারি দিন নির্ধারণ করে দিয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া। ১১৬ পৃষ্ঠার আপীল আবেদনে তিনি হাইকোর্টের রায় বাতিল চেয়েছেন। ফখরুলের জামিন ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-ে দ-িত (দ-কার্যকর) সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ঐশীর জরিমানা হাইকোর্টে স্থগিত ॥ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যায় তাদের মেয়ে মৃত্যুদ-প্রাপ্ত ঐশী রহমানকে নিম্ন আদালতের ২০ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মৃত্যুদ-ের বিরুদ্ধে আপীলের জন্য ঐশীর আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি এম. মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মোঃ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। গেজেটভুক্ত করার নির্দেশ ॥ ঝালকাঠি জেলার ১৯১ বীর মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া আগামী দুই মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। গ্রেফতার করতে পারেনি পুলিশ ॥ উচ্চ আদালতের আদেশের পরও ইউনাইটেড হাসপাতালের নারী রোগীর যৌন নিপীড়নকারী সেই সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোমবার সকালে গুলশান জোনের এসি ও ওসি এ বিষয়ে উচ্চ আদালতকে অবহিত করেন।
×