ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নয়া রাষ্ট্রদূতের সাক্ষাত

কাতারকে আরও জনশক্তি নেয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ০৭:২৬, ৮ ডিসেম্বর ২০১৫

কাতারকে আরও জনশক্তি নেয়ার আহ্বান রাষ্ট্রপতির

বিডিনিউজ ॥ বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বাংলাদেশে নিযুক্ত কাতারের নতুন রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মেদ নাসের আল দোহালমি সোমবার বঙ্গভবনে তাঁর পরিচয়পত্র দিতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সাক্ষাতে রাষ্ট্রপতি বলেছেন, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজনের অবকাঠামোগত উন্নয়নে জনশক্তি প্রয়োজন হবে। বাংলাদেশের প্রচুর দক্ষ, আধা-দক্ষ জনশক্তি রয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।’ ‘আবদুল হামিদ আশা করেন, নতুন দূতের কর্মকালে বাংলাদেশ-কাতারের মধ্যকার বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।’ রাষ্ট্রপতি এ সময় কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দু’দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সফরের ওপর গুরুত্বারোপ করে কাতারের নতুন দূত বলেন, তিনি তার কর্মকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে কাজ করবেন। তিনি এ সময় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ থেকে কাতারে জনশক্তি নিতে নতুন দূত সর্বোচ্চ কাজ করবেন বলেও রাষ্ট্রপতিকে জানান।
×