ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমেরিকায় মুসলমান প্রবেশ নিষিদ্ধের দাবি ট্রাম্পের

প্রকাশিত: ১৮:২৯, ৮ ডিসেম্বর ২০১৫

আমেরিকায় মুসলমান প্রবেশ নিষিদ্ধের দাবি ট্রাম্পের

অনলা‌ইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে তিনি এই দাবী করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিষয়ে মুসলমানদের মনোভাব যতদিন না দেশের প্রতিনিধিরা স্পষ্ট বুঝতে পারছেন, ততোদিন এই নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়া উচিৎ। প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলমানদের দূরে ঠেলে না দিয়ে তাদের সঙ্গে নিয়েই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় জানানোর পরদিনই রিপাবলিকান পার্টি থেকে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার এমন দাবি তোলা হলো। ট্রাম্পের এই দাবীকে হোয়াইট হাউজ চিহ্নিত করেছে ‘আন-আমেরিকান’ হিসেবে। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের ওই বক্তব্য মার্কিন মূল্যবোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
×