ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসনিয়া ও হার্জেগোভিনা বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক চায়

প্রকাশিত: ১৯:০৬, ৮ ডিসেম্বর ২০১৫

বসনিয়া ও হার্জেগোভিনা বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক চায়

অনলাইন রির্পোটার ॥ ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কন্স্যুলার, সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে আগ্রহী বসনিয়া ও হার্জেগোভিনা। নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল বসনিয়া ও হার্জেগোভিনায় বাংলাদেশের সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত। সম্প্রতি তিনি দেশটির রাজধানী সারাজেভোতে সে দেশের প্রেসিডেন্সির চেয়ারম্যান ড. দ্রাগান কভিচের কাছে তার পরিচয়পত্র পেশকালে এ আগ্রহের কথা জানান কভিচ। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে সেদেশে বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- দেশটির প্রেসিডেন্সির রাষ্ট্রাচার প্রধানসহ প্রেসিডেন্সি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া রাষ্ট্রদূতের সহধর্মিণী ডা. দিলরুবা নাসরিন এবং বসনিয়া ও হার্জেগোভিনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল রাষ্ট্রদূত হজরুদ্দিন সমুনও উপস্থিত ছিলেন।
×