ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মধ্যপাড়ার কঠিন শিলার মূল্য বৃদ্ধিতে পরিবেশকদের সমাবেশ

প্রকাশিত: ২০:২৬, ৮ ডিসেম্বর ২০১৫

মধ্যপাড়ার কঠিন শিলার মূল্য বৃদ্ধিতে পরিবেশকদের সমাবেশ

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর॥ মধ্যপাড়ার কঠিন শিলার মূল্য বৃদ্ধিতে মেসার্স শাহ ট্রেডার্সের সত্বাধিকরী শাহাবুদ্দিনের নেতৃত্বে সকল পরিবেশক সমাবেশ করেছেন। পরে তারা অবিলম্বে বর্ধিত রেট কমানো না হলে আগামী ১০ ডিসেম্বর সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। মধ্যপাড়া গ্রানাইট মাইানিং কোম্পানীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ সামসুল মোস্তফা শিলা-১০০.১২৪(মূল্য নির্ধারন)/৬২০ তারিখ ৩.১২.২০১৫ স্মারকে ৫-২০ ও ৪০-৬০ মিলিমিটার শিলার মূল্য যথাক্রমে প্রতি মেট্রিক টন ২৬.০০ মার্কিন ডলার হতে ২৮.০০ মার্কিন ডলার ও ২৩.০০ মার্কিন ডলার হতে ২৫.০০ মার্কিন ডলার( সরকার কর্তৃক নির্ধারন ভ্যাট ও কর ব্যতিত) বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যোগাযোগ করলে মধ্যপাড়া খনির জি এম ( আপারেশন) মীর আব্দুল হান্নান আজ মঙ্গলবার দুপুর ১২ টায় জানান সরকারী সিদ্ধান্ত ও কোম্পানীর স্বার্থে শিলার মূল্য বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে আন্দোলন করার কিছু নেই।
×