ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জলবায়ু পরিবর্তন অভিযোজনে ৮০ লাখ ইউরো দেবে ইইউ

প্রকাশিত: ২১:৩১, ৮ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশের জলবায়ু পরিবর্তন অভিযোজনে ৮০ লাখ ইউরো দেবে ইইউ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও দুর্যোগের মুখে থাকা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশে ৮০ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী বছর থেকে শুরু হতে যাওয়া চার বছরমেয়াদি একটি প্রকল্পের অধীনে জিসিসিএ প্লাসের (দ্য গ্লোবাল ক্লাইমেট চেইঞ্জ অ্যালায়েন্স + ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ) মাধ্যমে অনুদানের অর্থ ছাড় করা হবে। ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। ইইউয়ের বিবৃতিতে বলা হয়, জাতীয় নীতিমালা ও অগ্রাধিকারের পরিপূরক হিসেবে তৈরি প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড যৌথভাবে বাস্তবায়ন করবে। এর অর্থ ছাড় করা হবে পারদর্শিতার বৈশিষ্ট্যের ভিত্তিতে। দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে অভিযোজন ক্ষমতা তৈরির লক্ষ্যে নেওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক এলাকার দুই লাখ পরিবার সরাসরি উপকৃত হবে। বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার দরিদ্রতম ও প্রান্তিক মানুষরাই জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই অনুদান তাদের সরাসরি উপকৃত করবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো ও দুর্যোগের প্রভাব মোকাবেলায় দেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বিভিন্ন প্রচেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি। মায়োদন বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির বাংলাদেশ সদ্য নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এখন সময়মতো পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ হলে তা চাকরি ও প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ প্রশমন ও অভিযোজনে বাংলাদেশকে কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় ‘তৎপরতা অব্যাহত রাখার’ আশ্বাস দেন ইইউ রাষ্ট্রদূত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখতে ২০০৭ সালে ‘জিসিসিএ প্লাস’ প্রতিষ্ঠা করে ইউরোপীয় ইউনিয়ন।
×