ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি লংঘনের অভিযোগ

প্রকাশিত: ২২:১২, ৮ ডিসেম্বর ২০১৫

ঈশ্বরদীতে মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি লংঘনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আসন্ন পৌরসভা নির্বাচনে আ’লীগ থেকে মনোনীত বৈধ মেয়র প্রার্থী ও পৌর আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু বর্তমান মেয়র ও বিএনপি থেকে মনোনীত বৈধ মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলুর বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লংঙ্ঘনের অভিযোগ দাখিল করেছেন। আবুল কালাম আজাদ মিন্টু গত ৭ ডিসেম্বর ঈশ্বদী রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, পৌর নির্বাচনের তফশীল ঘোষনার পর বিএনপি দলীয় মেয়র পদ প্রার্থী মো ঃ মকলেছুর রহমান বাবলু মেয়র পদে আসীন থাকাঅবস্থায় বিভিন্ন পত্রিকায় বিগত ২০১১-১২ থেকে ২০১৪-২০১৫ অর্থ বছরের পৌর সভার উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি বিজ্ঞতি আকারে প্রকাশ করেছেন। প্রকাশিত বিজ্ঞতিতে পৌরসভার লোগো ব্যবহার করে নিজ স্বার্থ হাসিলের জন্য নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। এতে তিনি নির্বাচনী আচরন বিধি লংঙ্ঘন করেছেন। অভিযোগে আচরন বিধি লংঙ্ঘনের কার্যকর ব্যবস্থা গ্রহনেরও দাবী জানান। এদিকে অভিযোগ পাওয়ার পর ঈশ্বরদী রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম গত ৭ ডিসেম্বর বিএনপি দলীয় মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলুর নিকট ঈশ্বরদী পৌরসভা মেয়র পদের প্রার্থী হয়ে আচরন বিধি লংঙ্ঘন করা সংক্রান্ত আ’লীগ দলীয় প্রার্থীর অভিযোগের ব্যাখ্যা চেয়ে পত্র দিয়েছেন। পত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচন আচরন বিধিমালা ২০১৫ এর বিধি-৫ ও ২২ (২) অনুযায়ি কেনর আপনার বিরুদ্বে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে না তার ব্যাখ্যা পত্র প্রাপ্তির চব্বিশ ঘন্টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
×