ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:১৩, ৮ ডিসেম্বর ২০১৫

কিশোরগঞ্জে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ স্বাস্থ্যসেবা মানুষের দোরগড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে পিএসটিসি’র দিশারী প্রকল্পের উদ্যোগে ক্লায়েন্ট এসোসিয়েশন সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের গৌরাঙ্গবাজারস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মু আ লতিফের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন পিএসটিসির জেলা কর্মকর্তা রুহুল আমিন, সমাজকর্মী দেবাশীষ ভৌমিক, প্রদীপ কুমার বর্মন, শিল্পী বাবুল ভূঁইয়া, জেলা উদীচী সম্পাদক ফয়সাল আহমেদ, এ্যাডভোকেট শরফউদ্দীন ভূঞা সবুজ প্রমুখ। বক্তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তৃণমূল্য পর্যায়ে সেবা পৌঁছে দিতে ওই এলাকায় বিলবোর্ড স্থাপন করাসহ সচেতনায় কাজ করার আহ্বান জানানো হয়।
×