ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এমপি লিটনের জামিনের মেয়াদ আবারও বৃদ্ধি পেল

প্রকাশিত: ২২:৩৪, ৮ ডিসেম্বর ২০১৫

এমপি লিটনের জামিনের মেয়াদ আবারও বৃদ্ধি পেল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ শিশু সৌরভকে (১২) গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আবারও বাড়িয়েছেন আদালত। গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মো. মনিরুজ্জামান শিকদার মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। এর আগে ২৪ দিন কারাভোগের পর সংসদ অধিবেশনে যোগ দিতে ৮ নভেম্বর থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। এর পর ২৪ নভেম্বর একই আদালতে তিনি সশরীরে হাজির হয়ে দ্বিতীয়বারের মতো স্থায়ী জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে ৮ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের সময় বৃদ্ধি করেছিলেন। গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর মো. এনামুল হক জানান, ৮ ডিসেম্বর পর্যন্ত এমপি লিটন অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি আদালতে সশরীরে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক ১৭ জানুয়ারি পর্যন্ত জামিনের সময় বৃদ্ধি করেছেন। এমপি লিটনের অন্যতম আইনজীবি মো. সিরাজুল ইসলাম বাবু জানান, এমপি লিটনের স্থায়ী জামিনের জন্য আদালতে আবেদন করা হয়। কিন্তু বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে মামলার পরবর্তী ধার্য তারিখ ১৭ জানুয়ারি পর্যন্ত জামিনের সময় বর্ধিত করেছেন। প্রসঙ্গত, সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় ২ অক্টোবর এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় মর্মে এই ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।
×