ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ক্রীড়া অঙ্গন থেকে দুই মেয়র প্রার্থী নির্বাচনী মাঠে

প্রকাশিত: ২২:৩৬, ৮ ডিসেম্বর ২০১৫

গাইবান্ধায় ক্রীড়া অঙ্গন থেকে দুই মেয়র প্রার্থী নির্বাচনী মাঠে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই ক্রীড়া সংগঠক মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তাদের একজন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অপরজন ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ। মিলন একবার এডহক কমিটির এবং বর্তমানে নির্বাচিত সাধারণ সম্পাদক। শহীদ দু’ দু’বার ক্রীড়া সংস্থার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। মিলন বাংলাদেশ গণ পরিষদের প্রথম স্পীকার অ্যাডভোকেট শাহ আব্দুল হামিদের নাতি এবং সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবিরের ছেলে। মিলন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছাড়াও ঘাঘট ক্রীড়া চক্রের দীর্ঘদিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা যুবলীগের সভাপতি এবং নব নির্বাচিত গাইবান্ধা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী কমিটিরও সদস্য তিনি। শহীদুজ্জামান শহীদ বর্তমানে শহর বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তিনি সানরাইজ স্পোটিং ক্লাবের সভাপতি। এছাড়া দু’ দু’বার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। এই দুই ক্রীড়া সংগঠক এখন ক্রীড়া অঙ্গন থেকে মাঠের রাজনীতিতে নেমেছেন। দু’জনই গাইবান্ধা পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে অ্যাডভোকেট মিলন মহাজোট সমর্থিত প্রার্থী আর শহীদুজ্জামান শহীদ ২০ দলীয় জোটের প্রার্থী।
×