ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাটোরে বেসরকারী কলেজ এমপিও ভুক্তির দাবীতে সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:২৩, ৮ ডিসেম্বর ২০১৫

নাটোরে বেসরকারী কলেজ এমপিও ভুক্তির দাবীতে সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ বেসরকারী কলেজের অর্নাস ও মাষ্টার্স শিক্ষকদের নিয়ে নাটোরে রাজশাহী বিভাগীয় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স ও মাষ্টার্স শিক্ষক সমিতির আয়োজনে দিঘাপতিয়া এমকে অনার্স কলেজ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির নাটোর শাখার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এছাড়া কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসাইন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ রাজশাহী বিভাগের ৮জেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, রাজশাহীর ৮জেলার সাড়ে ৫হাজার অনার্স মাষ্টার্স কোর্সের শিক্ষক এমপিও ভুক্ত করা হলে প্রায় ৪লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা ভোগ করবে। তাছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী এসব শিক্ষকদের এমপিও ভুক্ত করার জন্য অর্থ মন্ত্রীকে পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহন করায় প্রধান মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।
×