ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনামিকা হত্যা ॥ এক আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন বহাল

প্রকাশিত: ০০:১৩, ৮ ডিসেম্বর ২০১৫

অনামিকা হত্যা ॥ এক আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন বহাল

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার কেরানীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রী অনামিকা ঘোষকে অপহরণ ও হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি ভবানীপ্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ ও ডেথ রেফারেন্স গ্রহণ করে এই রায় দেয়। আপিলের রায়ে আসামি মোহাম্মদ মানিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। আর আসামি জনি ঘোষ ওরফে জনা, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম মুন্সী ও মোঃ আলাউদ্দিনকে যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাই কোর্ট। ঢাকার চার নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মোঃ রেজাউল ইসলাম ২০০৯ সালের ডিসেম্বরে আসামিদের এই সাজারই রায় দিয়েছিলেন। ওই বছর ২৬ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় কেরানীগঞ্জের বামনসূর প্যাসিফিক কিন্ডার গার্টেনের ছাত্রী নয় বছর বয়সী অনামিকা ঘোষ। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অনামিকার বাবা সুধারাম ঘোষ ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিতে রাজি হলেও তাতে রফা হয়নি। ১ মার্চে মানিকগঞ্জের শিবালয় এলাকার পাটুরিয়া ফেরিঘাটের কাছে ধুতরা বাড়ি গ্রামের ধান ক্ষেত থেকে অনামিকার লাশ উদ্ধার করে পুলিশ।
×