ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে শিশু ও মাতৃমৃত্যু প্রেিরাধ বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০০:১৩, ৮ ডিসেম্বর ২০১৫

রাজশাহীতে শিশু ও মাতৃমৃত্যু প্রেিরাধ বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দেশের প্রতিবছর জন্মগ্রহণ করছে ৩১ লাখ শিশু। আর এ শিশু জন্ম দিতে প্রতিবছর ৫ হাজার ২৭০ জন প্রসূতির মৃত্যু হচ্ছে। যা গড়ে ৫৬৮ জন শিশু জন্ম দিতে গিয়ে এক জন করে মায়ের মৃত্যু হচ্ছে। অপ্রাপ্ত বয়সে বিয়ে ও অপ্রশিক্ষিত হাতে শিশু জন্মনেয়াই মাতৃমৃত্যুর প্রধান কারণ। তবে তুলনামূলক হিসেবে দেশে মাতৃমৃত্যুর হার অনেক কম। মঙ্গলবার রাজশাহীতে আয়োজিত ‘শিশু ও মাতৃমৃত্যু প্রতিরোধ’ বিষয়ক কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করা হয়। নগরীর পর্যটন মোটেলে ইউএএইড ও ভয়েস অব আমেরিকা রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় আরো উঠে আসে প্রতি বছর ৩১ লাখ শিশু জন্মের মধ্যে মাত্র ১৩ লাখ শিশুর জন্ম হয়ে থাকে প্রশিক্ষিত হাতের মাধ্যমে। শুধু তাই না দেশের ৬৫ ভাগ নারীই অপ্রাপ্ত বয়সে বিয়ে ও গর্ভধারণ করেন। সন্তান ধরনের জন্য শারীরীক কাঠামো সঠিকভাবে গড়ে উঠার আগেই নারীরা সন্তান ধারণ করায় এ দেশে উন্নত দেশগুলোর তুলনায় সিজারিয়ান অনেক বেশি হয়ে থাকে। উন্নত দেশগুলোতে যেখানে ৫ থেকে ১০ ভাগ সিজারিয়ান হয়ে থাকে। তবে এ দেশে ২৭ ভাগ সিজারিয়ান হয়ে থাকে।
×