ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন এবং উন্নয়ন এক সঙ্গেই চলবে---পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত: ০০:১৪, ৮ ডিসেম্বর ২০১৫

নির্বাচন এবং উন্নয়ন এক সঙ্গেই চলবে---পরিকল্পনা মন্ত্রী

অর্থনৈতিক রির্পোটার ॥ পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, নির্বাচন একটি চলমান প্রকল্প (প্রক্রিয়া)। সারা বছর ধরে পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলাসহ বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বলে কি উন্নয়ন বন্ধ থাকবে ? নির্বাচন সম্পন্ন করা যেমন রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, জনগনকে সমৃদ্ধ করাও তেমনি মৌলিক দায়িত্ব। তাই উন্নয়ন ও নির্বাচন এক সঙ্গেই চলবে। তবে যেসব প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে সেগুলো কোনটিই আঞ্চলিক প্রকল্প নয়। এগুলো জাতীয় প্রকল্প। যেসব এলাকায় প্রকল্পগুলো বাস্তবায়ন হবে, সেসব অঞ্চলে নির্বাচনও হচ্ছে না। এসব বিষয় বিবেচনা করে একনেক প্রকল্পগুলো অনুমোদন দিয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
×