ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গবর্নরের আহ্বান

প্রকাশিত: ০১:১১, ৮ ডিসেম্বর ২০১৫

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গবর্নরের আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উত্তরাঞ্চলসহ সারা দেশেই দেখা দিয়েছে শীতের প্রকোপ। আগামী ক’দিনে শৈত্যপ্রবাহসহ শীতে প্রকোপ আরো বাড়বে- আবহাওয়া অফিসের এমন পূর্বাভাস রয়েছে । অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সম্ভব না হলেও শৈত্যপ্রাবাহ, শীতের প্রকোপের মতো দুর্যোগে আগাম প্রস্তুতি নিলে তা মোকাবেলা করা সহজ হয়। এর জন্য প্রয়োজন - সচেতনতা আর সাহায্যের হাতটুকু একটু বাড়িয়ে দেয়া। সামাজিক দায়বদ্ধতার আওতায় দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তথা গোটা আর্থিক খাতকে শীতার্ত মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ আহ্বান জানান। ব্যাংক হিসাবধারী পথশিশুসহ অন্যান্য পথশিশুরা যেন শীতের প্রকোপে কষ্ট না পায় -সেটা নিশ্চিত করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
×