ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়লা নিষ্কাশনে বিমান কর্তৃপক্ষের দরপত্র কেন বেআইনি নয়

প্রকাশিত: ০২:২৭, ৮ ডিসেম্বর ২০১৫

ময়লা নিষ্কাশনে বিমান কর্তৃপক্ষের দরপত্র কেন বেআইনি নয়

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন এলাকা, কুর্মিটোলা, তেজগাঁও ও বনানী আবাসিক এলাকার ময়লা নিষ্কাশনের জন্য ইজারাদার নিয়োগের ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক আহ্বানকৃত খোলা দরপত্র কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রুলে ওই ময়লা নিষ্কাশনের জন্য কেন বিশদ নির্দেশনা প্রণয়ন করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
×