ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রফতানিতে নগদ সহায়তার আবেদন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত: ০২:২৯, ৮ ডিসেম্বর ২০১৫

রফতানিতে নগদ সহায়তার আবেদন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানি না করেও প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে সেগুলো রফতানি আয় হিসেবে ব্যাংকে পাঠিয়ে এর বিপরীতে তুলে নেয়া হচ্ছে সহায়তার অর্থ। অনেক ক্ষেত্রে ভূয়া কাগজপত্র দাখিলের মাধ্যমে নগদ সহায়তার কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর অসাধু রফতানিকারক। এই অনিয়ম ঠেকাতে রফতানি আয়ের ওপর নগদ সহায়তা বা ভর্তুকীর আবেদন না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, রফতানিকারকদের উৎসাহিত করতে রফতানি আয়ের ওপর ৩ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দিয়ে থাকে। অর্থাৎ ১০০ টাকার রফতানি আয় দেশে এলে রফতানিকারকদের সর্বোচ্চ ২০ টাকা নগদ সহায়তা দেয়া হয়। নগদ সহায়তা পেতে রফতানিকারকদের রফতানি আয় দেশে আনা সংক্রান্ত সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপন করতে হয় ব্যাংকের কাছে। ব্যাংক তা যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট রফতানিকারকদের অনুকূলে অর্থ ছাড় দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে সুপারিশ করে। ব্যাংকের সুপারিশের ভিত্তিতে রফতানিকারকদের অনুকূলে ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্দেশনা থাকা সত্ত্বেও কোন কোন ব্যাংক অর্থ ছাড় দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করছে। এমন আবেদন ভবিষ্যতে না করার জন্য দেশের কার্যরত সকল তলসিলি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
×