ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে

প্রকাশিত: ০৩:৫৮, ৯ ডিসেম্বর ২০১৫

বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে

হলিউড তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গবর্নর আর্নল্ড শোয়ার্জনেগার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে মাংস খাওয়া কমানোর পরামর্শ দিয়েছেন। প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনে দেয়া ভাষণে তিনি একথা বলেন। তার মতে, পশুপালনে বিপুল পরিমাণ গ্রীন হাউস গ্যাস নিঃসরিত হয়। তাই মাংস খাওয়া কমিয়ে প্রত্যেকেই বৈশ্বিক উষ্ণতারোধে ভূমিকা রাখতে পারেন। -বিবিসি সিগন্যাল প্রত্যাহার অস্ট্রিয়ার একটি শহরে মানুষের মধ্যে সহনশীলতা বাড়াতে সাত মাস আগে অভিনব একটি উদ্যোগ নেয়া হয়েছিলো। পরিকল্পনার অংশ হিসেবে রাস্তা পারাপারের যে সিগন্যাল বাতি সেখানে সমকামিতার প্রতীকী কিছু ছবি বসানো হয়েছিলো। কিন্তু এ পরিকল্পনা বাতিল করে দেয় শহর কর্তৃপক্ষ। ডানপন্থী এক কাউন্সিলর বলেন, ট্রাফিক লাইট হচ্ছে গাড়ি চলাচলের জন্যে। মানুষ কি ধরনের জীবনযাপন করবে সে বিষয়ে উপদেশ দেয়ার জন্যে এ বাতি ব্যবহার করা উচিত নয়। -বিবিসি বেজিংয়ে ধোঁয়াশা, রেড এলার্ট জারি চীনের রাজধানীতে সপ্তাহ ধরে মারাত্মক বায়ু দূষণের কারণে এই প্রথমবারের মতো রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর ফলে বেজিংয়ের রাজপথে মঙ্গলবার বেসরকারী গাড়ি চলাচল অর্ধেকে নামানোর নির্দেশ এবং অনেক নির্মাণ কাজ ও বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। খবর এএফপির। চীনে এ রেড অ্যালার্ট এমন এক সময় জারি করা হলো যখন প্যারিসে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করা হচ্ছে।
×