ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাফার্জ সুরমার সঙ্গে জেমকন সিটির চুক্তি

প্রকাশিত: ০৪:০৬, ৯ ডিসেম্বর ২০১৫

লাফার্জ সুরমার সঙ্গে জেমকন সিটির চুক্তি

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড এবং রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি জেমকন সিটি লিমিটেড সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী জেমকন সিটি লিমিটেডের সব নির্মাণ কাজে লাফার্জ সুরমার সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করবে। লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ফাইন্যান্স ডিরেক্টর মাসুদ খান এবং জেমকন সিটি লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ নাঈম আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের পরিচালক এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার রিজেন্ট টেক্সটাইলের শেয়ার বিওতে জমা লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্টে পাঠিয়েছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বস্ত্র খাতের রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, রিজেন্ট টেক্সটাইলের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসেবে মঙ্গলবার জমা হয়েছে। এর আগে গত ১২ নবেম্বর আইপিও লটারির ড্র প্রক্রিয়া সম্পন্ন করে কোম্পানিটি। রিজেন্টের আইপিওতে নির্ধারিত সময়ে ৭১৪ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার আবেদন জমা পড়েছে, যা মোট আবেদনের ৫.৭১ গুণ। -অর্থনৈতিক রিপোর্টার
×