ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোট কেন্দ্রে আনসার-ভিডিপি নিয়োগে ঘুষ

প্রকাশিত: ০৫:৩৭, ৯ ডিসেম্বর ২০১৫

ভোট কেন্দ্রে আনসার-ভিডিপি নিয়োগে ঘুষ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৮ ডিসেম্বর ॥ পৌরসভা নির্বাচনে বগুড়ার সান্তাহার এলাকার ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োগ করা হচ্ছে আনসার-ভিডিপি। এই নিয়োগ ও নিয়োগকৃতদের প্রশিক্ষণের অজুহাতে আদমদীঘি উপজেলা আনসার-ভিডিপি কমান্ডারের বিরুদ্ধে ফের ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ঘুষ বাণিজ্যের শিকার বেশকিছু সংখ্যক নারী আনসার-ভিডিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার গুলজার হোসেন আসন্ন সান্তাহার পৌর নির্বাচনে নয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেতে আগ্রহী মাথাপিছু তিন থেকে পাঁচশ’ টাকা, দলপতি ও দলনেত্রী নিয়োগের এবং প্রশিক্ষণের নামে (অস্ত্রবিহীন) জনপ্রতি ১২শ’ থেকে দেড় হাজার টাকা এবং অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের অজুহাতে মাথাপিছু দেড় হাজার টাকা ঘুষ গ্রহণ করছে। এছাড়া মহিলা আনসার সদস্যদের সঙ্গে অশ্লীল কথাবার্তা ও কুপ্রস্তাব দেয়াসহ নানা রকম হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি অফিসার গুলজার হোসেনের সঙ্গে কথা বলতে বেলা ১২টার দিকে তার অফিসে গিয়ে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। গৌরনদীতে কাউন্সিলর প্রার্থীর দোয়া মাহফিল স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ঐতিহ্যবাহী গৌরনদী পৌরসভার ৮নং (গেরাকুল-দিয়াশুর) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা বকতিয়ার হোসেন হাওলাদারের নির্বাচনী দোয়া অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। গেরাকুল মহল্লার ঘরামী বাড়িতে দোয়া অনুষ্ঠানে স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাকিম আকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর প্রার্থী বকতিয়ার হোসেন হাওলাদার। বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক জি.এম আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম হেলাল মিয়া, হানিফ বেপারী, বিএনপি নেতা শরীফ মোঃ জামাল, প্রমুখ। সভায় বক্তারা আসন্ন পৌর নির্বাচনে বকতিয়ার হোসেন হাওলাদারকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ভোটারদের কাছে আহ্বান করেন। সভার শুরুতে দোয়া-মিলাদ পরিচালনা করেন স্থানীয় মিয়াবাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মিরাজুল ইসলাম।
×