ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৪৮, ৯ ডিসেম্বর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

বিষয় : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র (পূর্ব প্রকাশের পর) ২৫. প্রত্যাশিত অর্থকে ভাষায় ও অঙ্গভঙ্গিতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে? ক) ডিকোডিং খ) প্রেরক গ) এনকোডিং ঘ) ফলাবর্তন ২৬. সমন্বয়ের মূল উদ্দেশ্য কী? ক) দলগত প্রচেষ্টাকে জোরদার করা খ) কর্মীদের মধ্যে দায়-দায়িত্ব বন্টন গ) সুষ্ঠু কার্য পরিবেশ সৃষ্টি ঘ) ভারসাম্য বজায় রাখা ২৭. ব্যবস্থাপনাকে প্রক্রিয়া বলার কারণ- র. এটি কতিপয় কাজের সমষ্টি রর. এই কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয় ররর. এই কাজগুলো পরস্পর নির্ভরশীল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৮. বাংলাদেশ গার্মেন্টস শিল্পে অসন্তোষ লেগেই থাকে। এ সমস্যা সমাধনের জন্য করণীয় হলো- ক) শ্রমিক ছাঁটাইকরণ খ) শ্রমিকের বেতন কর্তন গ) শ্রমিক সংগঠনের সুবিধা দান ঘ) শ্রমিকদের প্রশিক্ষণ দান ২৯. কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম কাজ কী? ক) কর্মীর প্রয়োজন নিরূপণ খ) উৎস নির্ধারণ গ) বিজ্ঞপ্তি প্রদান ঘ) আবেদনপত্র সংগ্রহ ও বাছাই ৩০. কাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়? ক) কুঞ্জ খ) টেলর গ) ফেয়ল ঘ) নিউম্যান ৩১. আদর্শ নীতিমালার অন্তর্ভুক্ত হলো- র. আদেশের ঐক্য রর. নির্দেশনার ঐক্য ররর. পরিকল্পনা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি কোনটি? ক) সংগঠন খ) পরিকল্পনা গ) নেতৃত্ব ঘ) নিয়ন্ত্রণ ৩৩. কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস? ক) পদোন্নতি খ) নিয়োজিত কর্মীর সুপারিশ গ) প্রাক্তন কর্মী ঘ) শ্রমিক সংঘের সুপারিশ ৩৪. একজন চাকরি প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে কিন্তু চূড়ান্তভাবে নির্বাচিত হতে অপারগ হন। এর সম্ভাব্য কারণ কোনটি? ক) তার অভিজ্ঞতা কম খ) সে দ-প্রাপ্ত আসামি গ) তার বুদ্বিমত্তা কম ঘ) সাফল্য পরীক্ষায় অনুত্তীর্ণ ৩৫. ঐবহৎু ঋধুড়ষ ছিলেন - র. একজন শিল্পপতি ও ব্যবস্থাপক রর. একজন বিশিষ্ট রাজনীতিবিদ ররর. একজন নামকরা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩৬. নিচের কোনটি অনার্থিক প্রেষণার বহির্ভূত? ক) রেশম সুবিধা খ) প্রতিযোগিতা গ) প্রশিক্ষণের সুবিধা ঘ) বিনোদনের সুবিধা ৩৭. ‘বোনাস বা পদোন্নতি’ কোন ধরনের নেতৃত্বের দৃষ্টা ন্ত? ক) অংশগ্রহণমূলক নেতৃত্ব খ) পিতৃসুলভ নেতৃত্ব গ) ইতিবাচক নেতৃত্ব ঘ) নেতিবাচক নেতৃত্ব ৩৮. ব্যবস্থাপনার নীতিমালার অন্তর্ভুক্ত হলো- র. আদেশের ঐক্য রর. নির্দেশনার ঐক্য ররর. পরিকল্পনা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ২৫. (গ) ২৬. (ক) ২৭. (ঘ) ২৮. (গ) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ক)
×