ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘তামসিক নিসর্গ’

প্রকাশিত: ১৮:৩৯, ৯ ডিসেম্বর ২০১৫

‘তামসিক নিসর্গ’

অনলাইন রির্পোটার ॥ সম্প্রতি ‘তামসিক নিসর্গ’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ চলচ্চিত্রকর্মী শ্যামল শিশির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চত্বরে সেট তৈরি করে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শেষ হয়েছে ২০ নভেম্বর। পরিচালক শ্যামল শিশির জানান, শিগগিরই চলচ্চিত্রটি ইউটিউবে অবমুক্ত করা হবে। প্রতীকধর্মী এই চলচ্চিত্রে পুঁজিবাদ, সম্রাজ্যবাদ, জঙ্গিবাদ, অর্থনীতি, শিক্ষা, সাংস্কৃতিক আগ্রাসনকে কেন্দ্র করে বর্তমান নষ্ট রাজনীতির পৃষ্ঠপোষোকতায় প্রচলিত ৫৭ ধারার প্রভাব তুলে ধরা হয়েছে। ৭ মিনিট ৩০ সেকেন্ড ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন- জাহাঙ্গীরনগর থিয়েটার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ত্রিশের অধিক ছাত্রছাত্রী।
×