ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোকেয়া পদক পেলেন বিবি রাসেল, তাইবুন নাহার

প্রকাশিত: ১৯:০৮, ৯ ডিসেম্বর ২০১৫

রোকেয়া পদক পেলেন বিবি রাসেল, তাইবুন নাহার

অনলাইন রির্পোটার ॥ তাঁতশিল্প ও তাঁতীদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং নারীর উন্নয়ন ও সমাজসেবায় অবদানের জন্য কবি তাইবুন নাহার রশীদ মরণোত্তর ‘বেগম রোকেয়া পদক’ পেলেন এ বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক বিতরণ করেন। প্রয়াত তাইবুন নাহারের পক্ষে তার ছেলে আলী আজগর খুরশীদ পদক গ্রহণ ক‌রেন। পরে প্রধানমন্ত্রী বিবি রাসেলের গলায় পরিয়ে দেন রোকেয়া পদক। প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ছাড়াও এক লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার রোকেয়া পদকের জন্য বিবি রাসেল ও তাইবুন নাহারের নাম ঘোষণা করে। নারী শিক্ষার বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার প্রতিবছর এই পদক দেয়। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নসহ দ‌রিদ্র ও অসহায় নারী সমা‌জের উন্নয়‌নে গুরুত্বপূর্ণ অবদা‌ন এবং সমাজ‌সেবায় গঠনমূলক ভূ‌মিকা রাখার জন্য এবছর এই পদক পেলেন তাইবুন নাহার রশীদ। আর দেশীয় উপাদা‌নে পোশাকের নান্দনিক সকশায় অবদানের স্বীকৃ‌তি হিসাবে এই পদক পান বি‌বি রা‌সেল।
×