ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিএসইর এমডির পদত্যাগ: তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ২০:১১, ৯ ডিসেম্বর ২০১৫

সিএসইর এমডির পদত্যাগ: তদন্ত কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল মারুফ মতিনের প্রথম ও দ্বিতীয় পদত্যাগপত্রে বক্তব্যের পার্থক্য দেখা দেওয়ায় প্রকৃত ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্ত কার্যক্রম সম্পন্ন ও কমিশনের সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত মারুফ মতিনের পদত্যাগের কার্যকারিতা স্থগিত থাকবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি সিএসই চেয়ারম্যান ড. আবদুল মজিদের নিকট পাঠিয়েছে বিএসইসি। চিঠিতে উল্লেখ করা হয়, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল মারুফ মতিনের প্রথম ও দ্বিতীয় পদত্যাগ পত্রের বর্ণনায় পার্থক্য পরিলক্ষিত হয়েছে। ডিমিউচুয়ালাইজেশনের আলোকে সিএসইর কার্যক্রম পরিচালনায় কোনো বিচ্যুতি রয়েছে কি-না সে বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হল। আগামী সাত কর্ম দিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হল। চিঠিতে আরও উল্লেখ করা হয়, গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত পদত্যাগের কার্যকারিতা স্থগিত রাখার জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য, গত ৩০ নবেম্বর মারুফ মতিনের প্রথম পদত্যাগপত্রে উল্লেখ০ করা হয়, পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্যরা তার বিভিন্ন সিদ্ধান্তে অযাচিত হস্তক্ষেপ করছেন। যার কারণে বিভিন্ন ইস্যুতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না।’ এরপর ৬ ডিসেম্বর দ্বিতীয় পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে মারুফ মতিন উল্লেখ করেন।
×